রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম। এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬০ জন প্রার্থী।
এর মধ্যে বিজয়ীরা হলেন রজব আলী (১ নং ওয়ার্ড), নজরুল ইসলাম (২), কামাল হোসেন (৩), রুহুল আমিন টুনু (৪), কামরুজ্জামান কামরু (৫), নুরুজ্জামান টুকু(৬), মতিউর রহমান মতি (৭), এসএম মাহাবুবুল হক পাভেল (৮), রেজাউন নবী দুদু (৯), আব্বাস আলী সরদার (১০), রবিউল ইসলাম তজু (১১), সরিফুল ইসলাম বাবু (১২), আব্দুল মোমিন (১৩), আনোয়ার হোসেন আনার (১৪), আব্দুস সোবহান লিটন (১৫), বেলাল আহম্মেদ (১৬), শাহাদৎ আলী শাহু (১৭), শহিদুল ইসলাম পচা (১৮), তৌহিদুল ইসলাম সুমন (১৯), রবিউল ইসলাম সরকার (২০), নিযামুল আজীম নিযাম (২১), আব্দুল হামিদ সরকার টেকন (২২), মাহাতাব হোসেন চৌধুরী (২৩), আরমান আলী (২৪), তরিকুল আলম পল্টু (২৫), আক্তারুজ্জামান কোয়েল (২৬), আনোয়ারুল আমিন আজব (২৭), আশরাফুল হাসান বাচ্চু (২৮), মাসুদ রানা শাহিন (২৯) ও শহিদুল ইসলাম পিন্টু (৩০)।