বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করেছে। তাই সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই বরিশালের মানুষ নৌকার প্রতি আস্থা রেখেছেন।
গতকাল রাতে চূড়ান্ত ফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।
নবনির্বাচিত এ নগরপিতা বলেন, বরিশালকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। তাই পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে।
গতকালের এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। বরিশালের ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে ১৬টি কেন্দ্রের ফল।