এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

আবার বিয়ের সাজে সেজেছেন অর্জুন

বোম্বে টাইমসকে দেওয়া যৌথ বিবৃতিতে গত বছরের ২৮ মে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া জানান, ‘ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা। আমরা দুজন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করি।

এখন এমন একটা সময় এসেছে, তাই এসব জানাতেই হচ্ছে। তবে আমরা আলাদা থাকলেও একজন আরেকজনের প্রয়োজনে পাশে থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা আর মায়রার জন্য।’ এরই মধ্যে ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল আর ১৯৯৬ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ও সুপার মডেল মেহের জেসিয়ার সংসার। অর্জুন আর মেহের ১৯৯৮ সালে বিয়ে করেন।

যৌথ বিবৃতিতে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া আরও লিখেছেন, ‘আমরা যখন কাছাকাছি ছিলাম, তখন সব সময় দৃঢ় ছিলাম। আজ যখন আমরা একে অপরকে কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তখনো দৃঢ় থাকতে চাই। আর ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করব না।

মুম্বাইয়ে এক রেস্তোরাঁর বাইরে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসমুম্বাইয়ে এক রেস্তোরাঁর বাইরে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস তখন শোনা গিয়েছিল, বেশ কিছু দিন ধরে তাঁদের দুজনের মন-কষাকষি চলছে। এমনকি বিটাউনে জোর গুঞ্জন, স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হয়। আর এই তৃতীয় ব্যক্তিটি হলেন হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান। অর্জুনের সঙ্গে সুজানের সম্পর্ক নাকি ক্রমেই ঘনিষ্ঠ হয়। আর তা মোটেই পছন্দ করেননি মেহের। অর্জুন ও সুজানের মাখো মাখো সম্পর্কের জন্য মেহের খুব রেগে যান। আর কোন স্ত্রী তাঁর স্বামীর জীবনে অন্য নারীর অস্তিত্ব মেনে নেবেন? তাই স্বাভাবিকভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে।

হৃতিক-সুজানের ডিভোর্সের কারণও নাকি অর্জুনই ছিলেন। ২০১২ সালে হৃতিকের সঙ্গে সুজানের ডিভোর্স হয়ে যায়। এরপর অর্জুনের সঙ্গে সুজানের ঘনিষ্ঠতার খবর শোনা যায়।

কিন্তু এবার দেখা গেছে, অর্জুন রামপালের জীবনে এসেছে নতুন নারী। তিনি গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস, দক্ষিণ আফ্রিকার মডেল, অভিনয় করেছেন হিন্দি ও তেলেগু ছবিতে। এবার তাঁর সঙ্গে অর্জুন রামপাল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তাঁরা দুজনই বিয়ের সাজে সেজেছেন। ছবির ক্যাপশনে অর্জুন রামপাল লিখেছেন, ‘বিয়েতে যাচ্ছি। তবে নিজের বিয়ে নয়। সবাইকে শুভেচ্ছা।’

গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ও অর্জুন রামপালগ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ও অর্জুন রামপালএই ছবি দেখে অনেকেই প্রশ্ন করেছেন, গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে অর্জুন রামপালের যোগাযোগ হলো কীভাবে? জানা গেছে, গত বছর আইপিএলের একটি দলের ‘বিজ্ঞাপনী মুখ’ হন তিনি। সেই দলের অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুন রামপালের প্রতিষ্ঠানের ওপর। তখন অর্জুন রামপাল আর গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের আলাপ হয়। সেই আলাপ থেকে তাঁরা দ্রুত ঘনিষ্ঠ হন। তাঁদের মধ্যে প্রেম হয়েছে, এমন খবরও শোনা গেছে। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অর্জুন-গ্যাব্রিয়েলা ভালো বন্ধু। তাঁরা একসঙ্গে ডিনারে যেতেই পারেন। অন্যরা বলছেন, তাঁদের সম্পর্ক এখন আর বন্ধুত্বে আটকে নেই।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official