26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি শিক্ষাঙ্গন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে জরুরি ভিত্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর তথ্য চাওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সারাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর অবকাঠামোর বর্তমান অবস্থা, কোথায় অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে তার তথ্য চাওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১০ বছরে শিক্ষাখাতে অনেক উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাত নিয়ে আন্তরিক। গত ১০ বছরে শিক্ষাখাতে যে পরিমাণ বরাদ্দ হয়েছে তা অতীতে আর কখনও হয়নি।

ডা. দীপু মনি বলেন, কোথাও কোনো ঝুঁকিপূর্ণ ভবনে যেন শিক্ষা দেওয়া না হয়। সেটি হলে এর দায় আমাদেরই নিতে হবে। প্রত্যেকটি জীবন মূল্যবান। আমাদের কারো অবহেলায় যাতে কারো কোনো ক্ষতি না হয়।

তিনি বলেন, তথ্য পেলে আমরা বুঝতে পারবো কোথায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি, কোথায় জরুরি ভিত্তিতে কাজ করতে হবে, সেভাবে আমরা কাজ করবো। যে প্রতিষ্ঠান আমাদের কাছে আগে এসে পৌঁছাতে পারবে তার আবেদন নিয়ে তারা আগে পেয়ে যাবে সেটি তো ফেয়ার হবে না। আমরা ফেয়ারনেস দেখতে চাই।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, আমরা যেন অনৈতিক কোনো কিছুকে প্রশ্রয় না দিই। আমাদের কাছে ভর্তির ব্যাপারে তদবির আসে। সেক্ষেত্রে আমরা যেন সতর্ক থাকি। যে মেধায় আসছে না, যে চান্স পাবার কথা না তাকে যদি আমাদের অবস্থান কাজে লাগিয়ে ভর্তি করিয়ে দিই এবং যে চান্স পাবার কথা সে যদি বঞ্চিত হয় তাহলে সেখানে কত বড় অন্যায় হয় ভেবে দেখুন।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা ও পরামর্শ চান মন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official