জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের অকালপ্রয়াণ স্মরণে মিলাদ অনুষ্ঠান ও প্রার্থনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার আসরের নামাযের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল এবং জগন্নাথ হল মন্দির প্রাঙ্গণে, সন্ধ্যা ৬ টায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত ৯টা ৪০মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।