আস্ত একটা জাহাজ। আর সেই জাহাজই সামুদ্রিক প্রাণীদের দূষণের হাত থেকে রক্ষা করবে। বাঁচাবে সমুদ্রকে, বাঁচাবে পরিবেশকেও। এরকমই একটা জাহাজের নকশা তৈরি করেছে ভারতের বারো বছরের হাজিক কাজি।
‘এরভিস’ নাম দিয়েছে সে জাহাজটির। সে একটি আন্তর্জাতিক সেমিনারে জানিয়েছে, তার নকশা করা এ জাহাজটিই সামুদ্রিক বর্জ্য তুলে নেবে।
হাজিক জানায়, আমি বেশ কিছু তথ্যচিত্র দেখেছি এ বিষয়ের ওপরে।
সামু্দ্রিক প্রাণীদের রক্ষা করতেই হবে, বিপন্ন বন্যপ্রাণের জন্য কিছু একটা করতেই হবে এমনই একটা তাড়না থেকেই এ জাহাজের নকশা তৈরি করেছে সে।
সমুদ্রে প্লাস্টিক খেয়ে ফেলছে মাছ। মাছ থেকে দূষণ এসে পড়ছে মানুষের শরীরেও। কারণ বেশ কিছু সামুদ্রিক মাছও মানুষ খায়। ফলে দূষণের পরিমাণ মাছ থেকে মানুষে স্থানান্তরিত হলে আরো বেড়ে যায়।
জাহাজের যে নকশা তৈরি করেছে পুণের এ কিশোর, তাতে জলের সঙ্গে সামু্দ্রিক প্রাণীও যন্ত্রে ধরা পড়ছে তাকে সুস্থ অবস্থায় সমুদ্রে ফিরিয়ে দেয়ার ব্যবস্থাও রয়েছে। কারণ এতে দূষণকে পাঁচ ভাগে ভাগ করার বিশেষ ব্যবস্থা থাকছে।
জাহাজের মধ্যে একটা সেন্সর লাগানো থাকবে, সেই সেন্সর প্লাস্টিক বর্জ্যকে আলাদা করতে পারবে। অন্য সেন্সরগুলো সামুদ্রিক প্রাণী শনাক্ত করে ফিরিয়ে দেবে সমুদ্রেই। নয় বছর বয়স থেকে এই জাহাজের নকশা নিয়ে কাজ করছে কাজি।