সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রতিবেদক
banglarmukh official
জানুয়ারি ২২, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধার নাম চানবারু বেগম (৮০)। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিত্য নন্দী গ্রামের চানবরু তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতঘরে একাই বসবাস করেন। ছেলে-মেয়ের সঙ্গে স্বামীর ভিটা ছেড়ে থাকতেন না। রাতে কুপির বাতি জ্বালিয়ে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন। আগুন না নিভিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কুপির আগুন তার বসতঘরের কাঠ ও টিনে লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বসতঘরের আগুন নিয়ন্ত্রণ করে।

গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ রফিক বলেন, আহত চানবারুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে বৃদ্ধা তার বসতবাড়িতে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপির আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সর্বশেষ - জাতীয়