বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ঝালকাঠিতে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেদক
banglarmukh official
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।
ঝালকাঠি নলছিটি উপজেলায় সাপের কামড়ে সোনিয়া (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দপদপিয়া ইউনিয়নের চর কয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া ওই গ্রামের ভ্যানচালক নয়ন গাজীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম।

পরিবারের সদস্য রাকিব গাজী জানান, রাতে আমার ভাইয়ের ছেলে নয়ন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভুট্টো বাজার ইটের বাটা সংলগ্ন ওরস মাহফিল দেখতে যায় । মাহফিল থেকে ফেরার পথে সোনিয়ার পায়ে কিসের যেন হোঁচট লাগে। পরে তার ছেলে ও স্ত্রী মুমিন গাজীকে বাড়িতে রেখে মাহফিল থেকে তার মেয়েকে আনতে যায়।পরে মেয়েকে নিয়ে এসে স্ত্রী সোনিয়া কে অনেকবার ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না দিলে বাড়ির লোকজন মিলে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের কোন অভিযোগ নাই। আমরা যাচাই-বাছাই করতেছি।

আরিফুর রহমান
ঝালকাঠি প্রতিনিধি
০১৭৩৯৫৪৮২২৫

সর্বশেষ - বরিশাল