হুজাইফা রহমানঃ
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) অনুমিত হিসাব বলছে, বাংলাদেশে প্রতিবছর নতুন করে ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আর বছরে মারা যাচ্ছে ৯১ হাজার মানুষ। পাঁচটি বিষয় প্রাণঘাতী এই রোগের জন্য দায়ী। অতিরিক্ত ওজন, ফল ও সবজি কম খাওয়া, শারীরিক কাজের অভাব, তামাক এবং মদ সেবনকে সব ধরনের ক্যান্সারের এক-তৃতীয়াংশের জন্য দায়ী করা হয়। ফ্রান্স লিগ ক্যান্সার অ্যাগেইনস্ট ক্যান্সার (ক্যান্সাররোধী সংগঠন) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৫ সালে ক্যান্সারে বিশ্বব্যাপী ৮৮ লাখ রোগী মারা গেছেন।
প্রতি ছয়জনে মারা গেছেন একজন। হৃদরোগের পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়। এই সংগঠনগুলোর মতে, ২০১০ সালে বিশ্বে ক্যান্সার চিকিৎসার ব্যয় ছিল এক লাখ ১৬ হাজার কোটি ডলার। ঝুঁকির ধরন অনুসারে, ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। সাধারণত পাঁচ ধরনের ক্যান্সার প্রাণঘাতী। ফুসফুস ক্যান্সারে ১৬ লাখ ৯০ হাজার রোগীর মৃত্যু হয়। এ ছাড়া স্তন ক্যান্সারে ৫ লাখ ৭১ হাজার, পাকস্থলী ক্যান্সারে ৭ লাখ ৫৪ হাজার, কোলন ও অন্ত্র ক্যান্সারে ৭ লাখ ৭৪ হাজার এবং যকৃৎ ক্যান্সারে ৭ লাখ ৮৮ হাজার জনের মৃত্যু হয়েছে।