এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

নেহা কাক্করের কান্না থেমেছে

কুচ সোচকে বোলা হোগা তুমনে

ইয়ে পেয়ার ভি তোলা হোগা তুমনে
আব না হ্যায় তো ফির না সাহি দিলবার
ইস দিল কো ইয়ে সমঝা লিয়া হামনে
ইসমে তেরা ঘাটা মেরা কুচ নেহি জাতা
জিয়াদা পেয়ার হো জাতা, তো ম্যায় সেহ্‌ নেহি পাতা…

গজেন্দ্র ভর্মার ‘তেরা ঘাটা’ গানের স্থায়ী অংশ। গত বছরের ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন হরিয়ানার ছেলে গজেন্দ্র ভর্মা। গানটি রয়েছে তাঁর ‘ফ্রম লস্ট টু ফাউন্ড’ অ্যালবামে। এই গান তিনি লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন। আজ রোববার বিকেল পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৮৯৭ বার। দারুণ জনপ্রিয় এই গানটি এবার গেয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কর। গত ৩১ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে তিনি গানটি প্রকাশ করেছেন। নেহা কাক্করের গাওয়া গানটির মিউজিক ভিডিও আজ বিকেল পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪২৯ বার।‘তেরা ঘাটা’ গানে নেহা কাক্করকে পাওয়া গেছে দারুণ হাসিখুশি মেজাজে। যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাঁকে। প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর মুষড়ে পড়েন নেহা কাক্কর। মানসিকভাবে বিপর্যস্ত হন, পাশাপাশি হতাশায় ভুগেছেন। অনেক দিন সেই প্রেমের কথা ভুলতে পারেননি। যখনই মনে হয়েছে, ডুকরে কেঁদে উঠেছেন। ব্যাপারটি একসময় গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। পরিবারের মানুষজন নেহা কাক্করকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হ্যাঁ, আমি হতাশায় ভুগছি।নেহা কাক্করনেহা কাক্করএবার নেহা কাক্করের ভক্তরা মনে করছেন, ‘তেরা ঘাটা’ গানটি তিনি হিমাংশ কোহলির উদ্দেশেই গেয়েছেন। তাঁর গাওয়া ‘তেরা ঘাটা’ গান শুনে মনে হয়েছে, হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন। সাময়িক ভেঙে পড়লেও এবার তিনি মানসিকভাবে যথেষ্ট শক্ত। সবাইকে বোঝাতে চেয়েছেন, এসবে কিছুই যায় আসে না তাঁর।

হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বন্ধু, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী, এমনকি ভক্তদের কাছ থেকেও নানা নেতিবাচক মন্তব্য পেয়েছেন নেহা কাক্কর। এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কিছু মানুষ আমার সম্পর্কে এমনটা বলবে, তা কখনো আশা করিনি। কিন্তু এখন সব শুনে আমার সহ্য হয়ে গেছে।’ এবার তাঁদের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সব নেতিবাচক মানুষকে ধন্যবাদ। আমাকে জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো উপহার দিতে সক্ষম হয়েছেন আপনারা। শুভেচ্ছা, আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে।’

মাত্র পাঁচ মাস আগে নিজেদের প্রেমকে সবার সামনে নিয়ে এসেছিলেন হিমাংশ কোহলি ও নেহা কাক্কর। কিন্তু এর মধ্যেই সব শেষ। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই দুজনকে আনফলো করেছেন। হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা। সেই প্রেমের কথা ভেবে শুধুই কেঁদেছেন নেহা কাক্কর। ইনস্টাগ্রামে তখন তিনি লিখেছেন, ‘জানতাম না, জগতে এত খারাপ মানুষ আছে। সবকিছু হারিয়ে এখন তা বেশ বুঝতে পারছি। নিজের সবকিছু দিয়ে দিয়েছি, তার বদলে কী পেয়েছি?

হিমাংশ কোহলি এ পর্যন্ত ছয়টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তাঁর প্রথম ছবি ‘ইয়ারিয়াঁ’ (২০১৪)।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official