26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন

ভোলায় জাটকা ধরার মহোৎসব

অনলাইন ডেস্ক:

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটক ইলিশ নিধন। ভোলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। এতে একদিকে যেমন দেশের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপর দিকে সরকারও হারাচ্ছে বিশাল রাজস্ব।

জেলেরা বলছেন, নদীতে বড় মাছ না পাওয়া ও সরকারি জেলে কার্ড না থাকায় জীবিকার তাগিদে তারা কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরছেন।

ভোলা সদরের ইলিশা জংশন এলাকার হুমায়ুন মাঝি বলেন, সরকার জাটকা ধরা নিষেধ করছে আমরা জানি। কিন্তু নদীতে জাটকা ইলিশ ছাড়া অন্য কোনো মাছ ধরা পড়ে না, তাই আমরা পেটের দায়ে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরি।

একই এলাকার জেলে হামিদ মাঝি বলেন, মহাজন ও এনজিওর কাছ থেকে অনেক দেনা করে ট্রলার কিনেছি। এখন নদীতে কোনো মাছ নেই। দেনা দারেরা দেনা পরিশোধ করার জন্য চাপ দিচ্ছে। তাই বাধ্য হয়ে সরকারি আইন না মেনে নদীতে গিয়ে জাটকা মাছ শিকার করছি।

রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার জেলে মো. মিরাজ ও ইসমাইল বলেন, আমাদের কোন জেলে কার্ড নেই। আমরা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এ কারণে জাটকা ধরছি। জেলে কার্ড পেলে জাটকা ধরতাম না।

সদর উপজেলার ভেদুরিয়া ঘাটের জেলে ইয়াছিন ও কামাল মাঝি বলেন, প্রতি বছর দেখি মাছ ধরা বন্ধ ঘোষণা করে মাইকিং করা হয়। কিন্তু এবার কোনো মাইকিং করা হয়নি। আমাদের ঘরে টিভিও নেই। আমাদের কেউ বলেনি যে জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। জানলে জাটকা ধরতাম না।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, জেলেরা নদীতে মাছ নেই বা জেলে কার্ড নেই বলে জাটকা ধরবে এটা তাদের একটা বাহানা। তারা বেশি লোভে নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরছে। যেসব জেলের নিবন্ধন বা জেলে কার্ড নেই তাদের নিবন্ধন করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

ভোলার ইলিশা নৌ-থানা পুলিশের ওসি সুজন চন্দ্র পাল বলেন, একটি নৌ-থানায় ২৫/৩০ জন পুলিশ অফিসার থাকার কথা কিন্তু আমাদের এই থানায় মাত্র আটজন রয়েছে। তাছাড়া নদীতে অভিযান চালানোর জন্য নৌযানের দরকার হয়, কিন্তু আমাদের কোনো নৌযান নেই। ফলে আমরা নদীতে বড় কোনো অভিযান পরিচালনা করতে পারি না। তবে ছোট ছোট অভিযান পরিচালনা করি।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা, পরিবাহন ও বাজারজাত করার ওপর সরকারে নিষেধাজ্ঞা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official