26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে শের-ই-বাংলা মেডিকেলের বার্ন ইউনিট

স্টাফ রিপোর্টার//

একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে কোটি মানুষের একমাত্র ভরসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট।

এ কারণে রোগীদের নিয়ে ছুটতে হচ্ছে ঢাকায়। অনেক গুরুতর অসুস্থ রোগী পথেই ঢলে পড়ছে মৃত্যুর কোলে। সচল নেই অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিও। বার্ন ইউনিট চালুর চার বছর পার হলেও সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ।

২০১৫ সালের ১২ মার্চ মেডিকেলের নীচতলায় ৮টি বেড নিয়ে বার্ন ইউনিটের যাত্রা শুরু হয়।এখন ৩৬ বেডে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়া প্রতিদিন আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছে আরো ২০ থেকে ২৫ রোগী। রোগীদের চিকিৎসা সেবা দিতে সেখানে ৮ চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র একজন চিকিৎসক। তাকে সব সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

এ্যানেসথিসিয়া চিকিৎসক না থাকায় সপ্তাহে একদিন রোগীদের অপারেশন করা হচ্ছে।চিকিৎসক সংকট এবং পরিপূর্ণ অপারেশন থিয়েটার না থাকায় ঝুকিপূর্ণ রোগীদের বাধ্য হয়েই ঢাকায় পাঠাতে হয় বলে জানালেন বার্ণ ইউনিটের দায়িত্বরত চিকিৎসক। আর পরিচালকের দাবি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ে পাস করা শিক্ষার্থী না থাকায় চিকিৎসক সংকট কাটছে না। বিষয়টি মন্ত্রনালয়ের ওপর নির্ভর করছে।

গত ১ বছরে বার্ন ইউনিটে ১ হাজার ৩৫ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯শ’ ১২ জন। মাইনর অপারেশন হয়েছে ৩ হাজার ৬৫০ জনের।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official