23 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

নিউজিল্যান্ডের সেই মসজিদে অশ্রুসিক্ত নামাজ আদায়

সন্ত্রাসী হামলায় আক্রান্ত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে নিয়মিত নামাজ আদায় অব্যাহত রয়েছে। প্রতি ওয়াক্তে চোখের পানিতে ভাসছে নামাজ আদায়কারী মুসল্লিদের বুক। নিউজিল্যান্ডজুড়ে আদিবাসী, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের লোকজন শোক পালন অব্যাহত রেখেছে।

সশস্ত্র সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ড সরকার অস্ত্র আইন আরো কঠোর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে এ আইনের ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেবেন।’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, তার কোয়ালিশন সরকার সব অস্ত্রের সহজলভ্যতা কমিয়ে আনতে ঐক্যবদ্ধ। এ সময় তার পাশে ছিলেন কোয়ালিশন সরকারের শরিক দলের নেতা ও ডেপুটি প্রধানমন্ত্রী উইন্সটন পিটারস। যিনি অস্ত্র আইনে পরিবর্তন আনার বিরোধী ছিলেন। তিনিও প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

উইন্সটন পিটারস বলেন, ‘শুক্রবার দুপুরের ঘটনার পর বাস্তবতা হচ্ছে আমাদের পৃথিবী চিরতরে বদলে গেছে। সুতরাং আমাদের আইনও বদলে যাবে।’

শুক্রবারের সন্ত্রাসী ঘটনায় নিউজিল্যান্ডসহ বিশ্বজুড়ে শোকাবহ পরিবেশ এখনো বিরাজ করছে। অশ্রুসিক্ত নয়নে মসজিদ দুটির মুসল্লিরা নামাজ আদায় করছেন। দেশটির সব সম্প্রদায়ের লোকজন দেশের বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে কর্মসূচি পালন করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

অনেক শিক্ষার্থী আল নুর মসজিদের বাইরে ঐতিহ্যবাহী মৌরি নাচের মাধ্যমে ‘হাকা’ (বিদেহী আত্মার প্রতি সম্মান) অনুষ্ঠান পালন করে। গতকালও অকল্যান্ডে ওরিয়া কলেজের শিক্ষার্থীরা ‘কিয়া কাহা’ (শক্ত থাকুন) বলে সম্মিলিত কণ্ঠে গান গেয়ে এ অনুষ্ঠান পালন করেন।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official