25 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরগুনা বরিশাল

বরগুনায় রমজান মাসব্যাপী বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটায় মাসব্যাপী বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) পহেলা রমজান থেকে ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি শুরু হয়।

আমেরিকা ভিত্তিক ‘সাদাকাহ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহায়তায় পাথরঘাটা সাবরেজিস্ট্রি জামে মসজিদ, তালুকদার বাড়ি ছালেহিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর ফলে পাথরঘাটার প্রান্তিক জনপদের সুবিধা বঞ্চিত দুস্থ, অসহায় পরিবারের সন্তানেরা কুরআন শিক্ষা অর্জন করতে পারবে।

এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা সাবরেজিস্ট্রি জামে মসজিদের ইমাম ও বরগুনা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আ. জলিল খান, পাথরঘাটা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মো. লুৎফুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ মো. আল- আমিন, স্বেচ্ছাসেবী সংগঠনের ‘সাদাকাহ’-এর পক্ষ থেকে সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

শফিকুল ইসলাম খোকন বলেন, রমজান উপলক্ষে এই দুই প্রতিষ্ঠানের মাসব্যাপী বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ইফতার প্রদান করা হবে। এর আগেও সাদাকাহর পক্ষ থেকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও জাকাতের টাকা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, দুস্থ, এতিম, মাদরাসা, মসজিদে অনুদান দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা লুৎফুর রহমান বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছি। এখানে মাসব্যাপী বিনামূল্যে পবিত্র কুরআন শিক্ষা কার্যক্রম এবং ইফতারের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি যারা এ কার্যক্রম হাতে নিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official