অনলাইন ডেস্ক:
অবৈধভাবে ইটভাটা স্থাপন করে বেআইনিভাবে ইট পোড়ানোর অভিযোগে বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুইটি ইট ভাঁটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে ভাঁটা দুটির অবৈধ (ড্রাম) চিমনি। পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ধ্বংস করা হয়েছে ভাটায় থাকা কয়েক হাজার কাঁচা ইট।
একই সময় এক ভাটার পরিচালক সোয়েব খান শিমুলকে আটক করে তিন মাসের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক শিমুল মুন্ডুপাশা গ্রামের আবদুস সালামের পুত্র ও মেসার্স আশার আলো ইট ভাটার পরিচালক।
রবিবার বেলা ১২টার দিকে উপজেলার শিকারপুর গ্রামের মেসার্স আশার আলো ও মেসার্স জেএবি ব্রিকস নামের ইট ভাঁটা দুটিতে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন-বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হালিম।
এ সময় বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এএইচএম রাশেদ, পরিদর্শক আঞ্জুমান নেছা, বরিশাল সদর ফায়ার স্টেশনের ইউনিট লিডার আবদুল মালেক মিয়া, জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হালিম জানান, অবৈধভাবে ইটভাটা স্থাপন করে বেআইনিভাবে ইট পোড়ানোর দায়ে ভাটা দুটির চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। একইসাথে আশার আলো ব্রিকসের পরিচালককে আটক করে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।