26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা জাতীয়

বসুন্ধরা কিংস-শেখ রাসেল মুখোমুখি

আজ যেকোনো এক দলের অপরাজয়ের রেকর্ড ভেঙে যেতে পারে। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী দুই দল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল মুখোমুখি হবে। বিকাল ৩টায় গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। ১৩ দলের ডাবল লিগ পদ্ধতিতে কারা যে শিরোপা জিততে পারে তা এখনো বলার সময় আসেনি। তবে কিংস বা রাসেল যারাই জিতুক না কেন তাদের প্রথম পর্বে শীর্ষে থাকা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। কেননা সামনে তাদের তেমন বড় কোনো ম্যাচ নেই।
বসুন্ধরা কিংস ৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করেছে। টিম বিজেএমসির বিপক্ষে ড্র করে তারা ২ পয়েন্ট হারিয়েছে। সমান ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ২০ পয়েন্ট। সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডির সঙ্গে ড্র করে তারা ৪ পয়েন্ট খুইয়েছে। কিংস জিতলে শীর্ষে উঠে যাবে। শেখ রাসেলেরও শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু গতকাল আবাহনী জেতায় তা আর হচ্ছে না। বসুন্ধরা কিংসকে হারালে তারা ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠবে।
লিগের অন্যতম সেরা লড়াইয়ে জিতবে কে? বসুন্ধরা কিংস না শেখ রাসেল? নাকি পয়েন্ট ভাগাভাগি হবে। কিংস এখন পর্যন্ত নিজ ভেন্যু নীলফামারীতে কোনো ম্যাচেই হারেনি। ৮টি ম্যাচের মধ্যে ঢাকায় খেলেছে দুটি আর নোয়াখালীতে ১টি। বাকি পাঁচটি নীলফামারীতে এবং সবকটিতে জয়। আজও কি সেই ধারা ধরে রাখতে পারবে। শক্তির বিচারে আজকের ম্যাচে কিংসই ফেবারিট। তবে শেখ রাসেলের শক্তিও কম নয়। লড়াই হবে হাড্ডাহাড্ডি। কে যে জিতবে বলা মুশকিল। ড্যানিয়েল কলিনড্রেস, মার্কোস, বখতিয়ার, মতিন মিয়াকে নিয়ে কিংসের আক্রমণভাগ খুবই শক্তিশালী। এরাই মূলত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়া রক্ষণভাগে নাসির আজ মাঠে ফিরবেন।
শেখ রাসেলের রাফায়েল উদোয়া ও অ্যালেক্স রাফায়েল, আজিজভ, বিপলু ছন্দে রয়েছে। তবে রাসেলের জন্য দুঃসংবাদ হচ্ছে অ্যালেক্স রাফায়েল আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। আগের ম্যাচে লাল কার্ড দেখে তিনি নিষিদ্ধ হয়েছেন। নীলফামারীবাসীর ভাগ্যটা ভালোই বলতে হয়, বসুন্ধরা হোম ভেন্যু হিসেবে শেখ কামালকে বেছে নেওয়ায় তারা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official