মে ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

অনুসন্ধান কেন্দ্র যখন বিজ্ঞাপন বিলবোর্ড

তানজীল শুভ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র অনুসন্ধান কেন্দ্রটি এখন ব্যবহার হচ্ছে বিজ্ঞানের বিলবোর্ড ও মোটর সাইকেল গ্যারেজ হিসেবে। অনুসন্ধান কেন্দ্রের রোগী এবং স্বজনদের সেবা বন্ধ থাকলেও সেটিকে আড়াল করে টানানো হচ্ছে বিশাল বিশাল সাইন বোর্ড। এসব কারনে অনুসন্ধান কেন্দ্রে সেবা থেকে বঞ্ছিত হচ্ছে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। জানাগেছে, শেবাচিম হাসপাতালে মাঝের ব্লকে নিচ তলায় বেশ কয়েক বছর পূর্বে নির্মান করা হয় একটি তথ্য ও অনুসন্ধান কেন্দ্র। কেন্দ্রের সামনের অংশে থাই গ্লাস লাগানো হয়। ওই গ্লাসের উপরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং বিভাগের চিত্র লিখনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেই সাথে হাসপাতালে রোগীর সেবা সমুহ সোভা পায় অনুসন্ধান কেন্দ্রের গ্লাসে।

এদিকে লেখুনি ছাড়াও অনুসন্ধান কেন্দ্রে রোগী ও স্বজনদের সুবিধার জন্য সার্বক্ষনিক লোক থাকার ব্যবস্থা ছিলো। কেন্দ্রটি চালুর পরে বেশ ভালো ভাবেই এর কার্যক্রম হয়। কিন্তু হঠাৎ করেই অনুসন্ধান কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটি থেকে এখন আর সেবা পাচ্ছেনা দুর দুরন্ত থেকে আসা রোগীরা। কেন্দ্রটি এখন ব্যবহার হচ্ছে বিজ্ঞাপনের বিলবোর্ড হিসেবে। সরেজমিনে দেখাগেছে, অনুসন্ধান কেন্দ্রে লাগানো গ্লাসের উপরে বিশাল আকারের একটি ব্যানার লাগানো রয়েছে। হাসপাতালে সদ্য যোগদানকারী তৃতীয় এবং চতুর্থ শ্রেণি কর্মচারীদের অভিনন্দন জানানো হয়েছে ব্যানারটির মাধ্যমে।

চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যান সমিতির নামে ব্যনারটি লাগানো হয়েছে। এছাড়াও গ্লাসের উপর বিভিন্ন ওষুধ কোম্পানি, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপনী স্টিকার লাগানো। লেখনির মাধ্যমে তুলে ধরা হাসপাতালের সেবা সমুহ ঢেকে দেয়া হয়েছে ব্যানার ও বিজ্ঞাপন দিয়ে। অনুসন্ধান কেন্দ্রের ভেতরে দু-একটি চেয়ার টেবিল জরাজির্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। হাসপাতালের বহু কর্মচারী জানিয়েছেন, অনুসন্ধান কেন্দ্রের মাধ্যমে দুর দুরন্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের অনেক উপকার হতো। কিন্তু এর কার্যক্রম বন্ধ থাকায় সেবাও বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞানের বিলবোর্ড হিসেবে ব্যবহার হচ্ছে অনুসন্ধান কেন্দ্রটি। তাছাড়া শুধু কর্মচারীদের শুভেচ্ছা জানানো ব্যানারই নয়। কারোর মৃত্যু হলে শোকের ব্যনার, রাজনৈতিক ব্যানার এবং বিভিন্ন দিবসের ব্যনার টানিয়ে বিজ্ঞান প্রচার করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে এমন কার্যক্রম চলে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসছে না। তাই সেবা থেকেও বঞ্ছিত হচ্ছেন সাধারণ মানুষ তবে বিজ্ঞান বুথ হিসেবে ব্যবহার হওয়া অনুসন্ধান কেন্দ্রের কার্যক্রম পুনরায় চালুর দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official