27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ প্রশাসন রাজণীতি

দেশে নারী পুলিশ ১৩ হাজার ৩৯১ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমানে দেশে মোট পুলিশ সদস্যের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৭২৪জন। এর মধ্যে পুরুষ পুলিশ সদস্য ১ লাখ ৭৫ হাজার ৩৩৩ জন এবং মহিলা পুলিশ সদস্যের সংখ্যা ১৩ হাজার ৩৯১জন। পুলিশ বাহিনীতে কর্মরত নারী পুলিশ ও পুরুষ পুলিশের অনুপাত ১:১৩.০৯।

মঙ্গলবার একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, কর্মক্ষেত্রে নারীদের নারীর আরো অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সরকার নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়নসহ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে নারীরা অধিক হারে পুলিশ বাহিনীতে যোগদান করতে পারেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্বার্থে থানা সংলগ্ন আবাসিক কোয়ার্টার নির্মাণের আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে পর্যায়ক্রমে উক্ত থানার প্রয়োজন অনুসারে এবং সংশ্লিষ্ট জেলা/ইউনিট হতে চাহিদার ভিত্তিতে থানা কোয়ার্টার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এদিকে মশিউর রহমান রাঙার (রংপুর-১) প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশে হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানি করা হয় না। আর নেশা জাতীয় পণ্য আমদানি ও বিক্রেতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ প্রণয় করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে গত বছর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে মোহাম্মদ শহিদ ইসলামের (লক্ষ্মীপুর-২) প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বাহকের সকল তথ্য অধিদপ্তরের ডাটা সেন্টারে সংরক্ষিত রয়েছে। তাছাড়া ই-পাসপোর্ট প্রণয়নের লক্ষ্যে ডাটা সেন্টারটি আরো অত্যাধুনিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে পাসপোর্টের তথ্য সংরক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। উত্তরায় এ সংক্রান্ত ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ঢাকায় অবস্থিত ডাটা সেন্টারের অনুরূপ যশোরে একটি ডিজাস্টার রিকভারি সেন্টার রয়েছে, যা পাসপোর্টের ডাটা সেন্টারের ব্যাকআপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ই-পাসপোর্টের অংশ হিসেবে এটাকে আরো আধুনিয়কায়ন করা হবে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official