প্রতিষ্ঠার ৪৯ বছর অতিবাহিত হলেও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়েনি টেকনোলজিস্টের পদ। বরং অবসর ও ডেপুটেশনের কারণে টেকনোলজিস্ট কমতে থাকায় রোগ নির্ণয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদের। বর্তমানে ভর্তি ও বহির্বিভাগ মিলে প্রতিদিন আড়াই হাজারের অধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। আর এদের জন্য টেকনোলজিস্ট রয়েছে মাত্র ১৫ জন।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ, রেডিওলজি বিভাগ ও রক্ত পরিসঞ্চালন বিভাগে ১৯ টেকনোলজিস্টের মধ্যে কর্মরত আছে ১৫ জন। আর ৭ টেকনোলজিস্ট দিয়ে চলছে প্যাথলজি বিভাগ। এ বিভাগে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগীর ১ হাজার আইটেমের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রেডিওলজি বিভাগও চলেছ ৭ টেকনোলজিস্ট দিয়ে। সেখানে সিটিস্ক্যান, এমআরআই, ডিজিটাল এক্স-রে ও ক্যাথল্যাব পরিচালনায় রোগীদের চাপে হিমশিম খেতে হয়।
মাত্র একজন টেকনোলজিস্ট দিয়ে চলছে রক্ত পরিসঞ্চালন বিভাগ। রোগ নির্ণয়ে আধুনিক ডিজিটাল মেশিন দেয়া হলেও দক্ষ জনবল না থাকায় ওই মেশিনের সুবিধা পাচ্ছে না রোগীরা। রোগী অনুপাতে টেকনোলজিস্টদের পদ বৃদ্ধি না হওয়ায় রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না বললেন টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি। মেডিকেলে ডিজিটাল মেশিনে পরীক্ষা-নীরিক্ষা হলেও ওই মেশিন সম্পর্কে টেকনোলজিস্টদের তেমন কোনো ধারণা নেই।