তানজীল শুভ :
বরিশাল শেরে বাংলা মেডিকেলে ছিনতাই করার অভিযোগে ৩ ছিনতাইকরীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা।
ছিনতাইকারীদের নাম রিয়াজ (২৭) এবং সোলায়মান (২৬) এবং অজ্ঞাত একজন এদের ৩ জনেই বরিশালে ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়। ঘটনা স্থল থেকে জানা যায় পিরোজপুর থেকে আসা একজন রোগির কাছ থেকে ও+ রক্ত ম্যানেজ দেওয়ার কথা বলে ২৫০০ টাকা এবং তাদের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা তাকে ধরে ফেলে।এবং উত্তম মাধ্যম দিয়ে হাসপাতালে অবস্থানরত পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।মারার পরে এদের ৩ জনের পকেট থেকে কয়েকটি মোবাইল এবং ডাক্তারি কিছু প্যাড পাওয়া যায়।
হাসপাতালের দীর্ঘদিন ধরে অবস্থানরত অনেকের সাথে কথা বললে তারা জানান এরা প্রতিদিনই হাসপাতালের ভিতর ঘোরাঘুরি করে। এবং সুযোগ পেলেই তারা রোগীদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।এবং সেই গুলো দিয়ে নেশা করে।আবার অনেকেই বলেন এই ছিনতাইকারীরা মূলত ডায়াগনস্টিক সেন্টার গুলোর দালালি করে থাকে। তারা হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যায়।যাতে করে হাসপাতালের সুনাম ক্ষুন্ন হলেও লাভবান হন ডায়াগনস্টিক সেন্টারগুলো।