বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণকারী দুই জনসহ চিকিৎসাধীন ৬ জনের কেউই করোনা আক্রান্ত ছিলেন না। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
তিনি বলেন, এ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আরও ৪ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তাদের সবার স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। আজ দুপুরে সেখান থেকে ওই ৬ জনের রিপোর্ট পাঠানো হয়েছে। তাতে কারও দেহে করোনার সংক্রামণ ছিল না বলে উল্লেখ করা হয়েছে।
গত ১৭ মার্চ এ হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রথম, ১৯ মার্চ দ্বিতীয়, ২৩ মার্চ তৃতীয়, ২৪ মার্চ চতুর্থ, ২৫ মার্চ পঞ্চম ও ষষ্ঠ রোগী ভর্তি হয়। ২৮ মার্চ করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে এক নারীর মৃত্যু হয়। ২৯ মার্চ ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক পুরুষের মৃত্যু হয়।