27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় বিনোদন

শবনম ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ জয়া

ঢালিউডের আলোচিত ছবি ‘দেবী’ প্রযোজনার পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাচসাচ) পুরস্কারে ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন দেবী ছবিতে নীলু চরিত্রে অভিনয়কারী শবনম ফারিয়া। সহশিল্পীকে অভিনন্দন জানিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ জয়া।

এ বিষয়ে জয়া আহসান আজ শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেছেন, আমি কৃতজ্ঞ, আপ্লুত বাচসাস পুরস্কারের সম্মানিত জুরিবোর্ড শবনম ফারিয়াকে ‘দেবী’ চলচ্চিত্রের জন্য পুরস্কৃত করেছে, সম্মানিত করেছে। ফারিয়া অভিনয়ের জন্য তার পুরস্কার হাতে নিয়েছে, সেই সাথে লক্ষ্মী মেয়ের মতো আমাদের সম্মাননাগুলোও পরিবারের একজন সদস্যের মতই বহন করে নিয়ে এসেছে। বিষয়টি হয়তো অনেকের কাছে শুনতে সাধারণ মনে হবে, তবে আমার জন্য অনেক বিশাল কিছু। একটি কাজ শতভাগ সততা, আন্তরিকতা ও পরিশ্রম দিয়ে করার পর যখন কেউ হাততালি দেয়, স্বীকৃতি দেয় তখন আমাদের শিল্পীদের পরিশ্রমগুলো সত্যিই হাওয়ায় মিলিয়ে যায়। কারণ এই একটি পদক কিংবা সম্মাননার কারণে আমাদের পরিবারের সদস্যদের মুখে, শুভাকাঙ্খীদের মুখে যে হাসির ঝিলিক দেখা যায়, তা লাখো কোটি টাকা দিয়েও কেনা যায় না।

জয়া আরও লিখেছেন, ফারিয়ার এই পুরস্কারপ্রাপ্তিতে আমি ভীষণভাবে গর্বিত হয়েছি। সম্মানিত হয়েছি। কারণ আমি মনে করি, ফারিয়ার এই বিজয় সম্পূর্ণভাবে তার যোগ্যতার ফসল। একটি চরিত্রের প্রতি সৎ থেকে শেষ পর্যন্ত (এমনকি সিনেমা মুক্তির পরও) নিজের চরিত্রের মধ্যে থাকা, নিজ অভিনীত চলচ্চিত্রের মধ্যে থাকার যে গুণ সেটি ফারিয়ার মধ্যে আমি দেখতে পেয়েছি। আর তাই যে কোনো প্রযোজকের জন্য শবনম ফারিয়া শুধু শিল্পীই নয়, আশীর্বাদ। আমি বিশ্বাস করি, ফারিয়া তার মেধা, পরিশ্রম, আন্তরিকতা এক করে সামনের দিনগুলোতে আরো অনেক নতুন ইতিহাস রচনা করতে পারবে। বাচসাস তার যোগ্যতার পুরস্কার দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official