মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম :

বরিশালে ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া ওষুধ সামগ্রী (স্যাম্পল) দোকানে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখায় ৩টি ফার্মেসি থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি মুদি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাঠপট্টি এবং নগরীর উপকন্ঠ তালতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের ওষুধের স্যাম্পল (নমূনা) উপহার দিয়ে থাকেন। ওই স্যাম্পল ওষুধগুলো বিক্রয়যোগ্য নয়। এগুলো বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। স্যাম্পল ওষুধ বিক্রির জন্য ফার্মেসীতে প্রদর্শন করায় নগরীর কাঠপট্টির দুটি ফার্মেসী থেকে ২০ হাজার করে ৪০ হাজার এবং মেয়াদোত্তীর্ন ওষুধ রাখায় একটি ফার্মেসী থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্না উপস্থিত ছিলেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালত নগরীর উপকন্ঠ তালতলী বাজারে নিত্যপন্যের মূল্য নরজরদারি করে। এ সময় অতিরিক্ত মূল্যে নিত্যপন্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ৩টি মুদি দোকান থেকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official