স্টাফ রিপোর্টার// শাওন অরন্য: বিশ্বের ২য় বৃহত্তর মোবাইল ফোন কোম্পানি হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা জাড়ি করছে যুক্তরাষ্ট্র। নিকট ভবিষ্যতে হুয়াওয়ের ফাইভ-জি এর ধারে কাছেও কেউ আসতে পারবে না। বীশ্বের ফাইভ-জি ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে হুয়াওয়ে বলে জানিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফি।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র হুয়াওয়ের শক্তিকে খাটো করে দেখছে। চীন বীশ্ব বাজারে এপলের ৩য় বৃহওর বাজার। এদিকে চীন এপল পণ্য বয়কটের আহবান জানিয়েছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞার ঘোষণায় সোমবার পৃথিবীর অনেক শেয়ারবাজারই দরপতন হয়েছে। ইউরোপ ও ওয়াল স্ট্রিট চিপ নির্মাতাদের শেয়ারবাজারের দাম পরে যায়। এপলের শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ১৩ শতাংশ, লুমেনটাম হোল্ডিংসের দাম কমেছে ৪ দশমিক ৫৬ শতাংশ, আর ইতালির চিপ নির্মাতা এসটিএমআইক্রোইলকট্রনিক্সের কমেছে ৯ দশমিক ১৮ শতাংশ। আর যুক্তরাষ্ট্র পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক পড়েছে ৪ দশমিক ০২ শতাংশ।
এই শেয়ারবাজার দরপতনের কারনে বিপাকে পরেছে যক্তরাষ্ট্র। আর তার ফলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে। বিদ্যমান নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার হালনাগাদ দিতে হুয়াওয়ে মার্কিন কোম্পানির কাছ থেকে যন্ত্রাংশ কিনতে পারবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বুঝতে পেরেছে।