26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

ঝালকাঠির উৎপাদিত সেমাই যাচ্ছে দক্ষিণাঞ্চলে

অনলাইন ডেস্ক : নদী বন্দর ব্যবসায়ীক কেন্দ্র হিসেবে একসময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠিতে রয়েছে বিভিন্ন কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান। সেই সাথে মৌসূমী ব্যবসা হিসেবে রয়েছে কয়েকটি সেমাই কারখানাও। ঈদ অথবা মেহমানদের আপ্যায়নে সেমাই’র জুড়ি নেই। মেহমানদের মেহমানদারীর জন্য যতগুলো উপাদানই থাকুক, সেমাই তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

বিশেষ করে ঈদ উৎসবের দিন সকালে প্রতি ঘরে ঘরেই সেমাই তৈ‍রি করা হয় নিজেদের ও আগন্তুক মেহমানদের আপ্যায়নের জন্য। ঈদের দিনে সকালের সেমাইটা কমবেশি সবারই পছন্দ। জেলাবাসীর সেমাই চাহিদা পুরণের জন্য স্থানীয়ভাবে ৬টি সেমাই কারখানায় সেমাই উৎপাদন করা হয়েছে।

এপ্রিল থেকেই উৎপাদন কাজ শুরু হয়ে এখন প্রায় শেষ পর্যায়ে। কারখানা মালিকরা সেমাই সরবরাহের কাজে ব্যস্ত সময় পার করছেন। দূরত্ব অনুযায়ী ভ্যান, টমটম, মাহিন্দ্র, অটোরিক্সা ও পিকআপ ভ্যানে লোড করে পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তি জেলার ঝালকাঠির সীমান্ত উপজেলার গুলোর বাজারে। মক্কা সেমাই, মদিনা সেমাই, জেদ্দা সেমাই, মিনারসহ মোট ৬টি কারখানায় লাচ্ছা ও শলা সেমাই তৈরি করা হচ্ছে।

ঝালকাঠি পশ্চিম চাঁদকাঠি মক্কা সেমাই কারখানার মালিক আইউব আলী খান জানান, আমার সেমাই কারখানায় উৎপাদন করা হয় লাচ্ছা ও শলা সেমাই। কোন রকম কেমিক্যাল বা রং ছাড়াই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন করা হয় সেমাই। পরিবেশও পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে।

কারণ হিসেবে তিনি জানান, আমাদের এখানে প্রশাসন, গোয়েন্দা, সাংবাদিক ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা আসেন। কোন রকম অসঙ্গতি পেলে মোটা অংকের জরিমানা দিতে দিতেই কারখানার ব্যবসাসহ পুজিতেও ঘাটতি পড়বে। এজন্য উন্নত মানের সামগ্রী দিয়ে অল্প ব্যবসায় স্বাস্থ্য সম্মত সেমাই করা হয়।

অভিযোগ করে তিনি জানান, অনেকে বাসা বাড়িতে একটি চুল্লি বানিয়ে ঈদে ফায়দা লোটার জন্য খোলা সেমাই তৈরি করেন। যতোজারের রং মিশ্রণের ফলে নজরকাড়া হয়ে ওঠে। যা একদমই মানহীন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তারা আমাদের মান ক্ষুন্ন করে বদনাম ছড়িয়ে চাহিদা কমিয়ে দিচ্ছে।

সেমাই তৈরির মিস্ত্রি (কারিগর) মোঃ দুলাল হোসেন জানান, ভোলা থেকে ২ মাসের জন্য ঝালকাঠিতে কাজে এসেছি। আমরা ১৫জন শ্রমিক কাজ করছি। আমাদের কারো কোন সংক্রামক ব্যধি নেই। কোন রং, ক্যামিকেল ছাড়াই শুধু ময়দা আর পানি দিয়ে শলা সেমাই এবং শলা সেমাই কাঁচা থাকা অবস্থায় তেলে ভেজে লাচ্ছা সেমাই তৈরি করা হয়।

কারখানা ম্যানেজার সবুজ খান জানান, আমাদের সেমাই ঝালকাঠি শহর ও জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত বাজারে সরবরাহ করা হয়। এছাড়াও জেলার সীমান্তবর্তি উপজেলা পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়া, বরগুনার বামনা, বরিশালের উজিরপুর, বানারিপাড়া ও ভোলার মোকামে বিক্রি করা হয়।

ঝালকাঠি ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, ঝালকাঠির সেমাই কারখানাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদিত কারখানাগুলো সার্বক্ষনিক মনিটরিং করছি। প্রয়োজনানুযায়ী আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official