ইরানে হামলা চালানোর নির্দেশ দিয়েও তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটা তিনি ফলাও করে প্রচারও করছেন। সাদা চোখে বিষয়টি ‘সাদা’ মনে হলেও বিশ্লেষকেরা বলছেন, এই প্রচারটা মূলত ট্রাম্পের একটি খেলা।
বিবিসির প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদক জোনাথন মার্কাস বলছেন, ট্রাম্প মূলত তেহরানকে শক্তিশালী একটি বার্তা দিয়েছেন।
‘দুই দেশ মুখোমুখি অবস্থানের একদম কাছে চলে গিয়েছিল। কিন্তু কেউই আসলে ওইভাবে যুদ্ধ করতে চায়নি। আবার ট্রাম্প ইরানকে নিজেদের শক্তির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন।’
সম্প্রতি টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা (ইরান) সোমবার আন্তর্জাতিক জলসীমার ওপর উড্ডয়নরত একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করে। আমরা গতরাতে (শুক্রবার) তিনটি স্থাপনায় হামলা প্রায় করেই ফেলছিলাম।”
“যখন আমি জানতে চাইলাম- কতজন মারা যাবে, একজন জেনারেল বললেন- স্যার, ১৫০ জন। হামলার ১০ মিনিট আগে আমি সেটা থামিয়ে দিই। কারণ, একটি ড্রোন ভূপাতিত করার জবাবে এমনটা (প্রাণঘাতী হামলা) যথাযথ নয়” যোগ করেন তিনি।
মার্কাস মনে করেন, এক ড্রোন ফেলার ঘটনায় ইরান এখন কার্যত আরও চাপে পড়ে গেল। কারণ ট্রাম্প তাদের বুঝিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এমন হলে যুদ্ধ অনিবার্য।