16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

‘কামলা দেয়ার নামে ফটোসেশন কৃষকদের সাথে প্রহসন’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, কৃষক ধান কাটার লোক চায় না, ধানের লাভজনক মূল্য চায়। কিন্তু খেতমজুর সংগঠনের শক্তিহীনতার কারণে প্রতিটি সরকারই কৃষকদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। কৃষকদের নিয়ে প্রহসন করতেও তারা কম যায় না। কামলা দেয়ার নামে ক্ষমতাসীনদের ফটোসেশন তার প্রমাণ।

কৃষককে নিয়ে এ ধরনের প্রহসনের খেলা বন্ধ করার দাবি জানান তিনি।
আজ শনিবার জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এ এসব কথা বলেন।

আগামী ১৫ জুন রাজধানীত অনুষ্ঠিতব্য কৃষক- খেতমজুর কনভেনশন সফল করতে এ সভার আয়োজন করা হয়।

সরকারের সাবেক মন্ত্রী মেনন আরও বলেন, চাল রফতানির নামে চালকল মালিক ও রফতানিকারদের প্রণোদনার অর্থ দেয়ার পরিবর্তে কৃষকের পণ্য সংরক্ষন ও বিপণনে ভর্তুকি দেওয়াই হবে যুক্তিযুক্ত।
এসময় তিনি সরকারকে সর্তক করে দিয়ে বলেন, দেশের কৃষকের স্বার্থ রক্ষায় সরকার যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে কৃষক কেবল ক্ষেতেই আগুন দেবে না, ভারতের কৃষকের মত মৃত্যুর পথ বেছে নেবে।

মেনন বলেন, সরকারের মন্ত্রী ও কর্তা ব্যক্তিরা কামলার দাম বেশি হওয়ার আজগুবী দোষ খুঁজে পেয়েছেন। তারা কৃষক-খেতমজুরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন, এই ধান কাটা খেতমজুর বছরে ছয়মাস কাজ না পেয়ে শহরে এসে রিকশা চালায়, ইটের ভাটায় কাজ করে।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কার্যকরী সভাপতি মাহমুদুল হাসান মানিক, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, কৃষক সমিতির মোস্তফা আলমগীর রতন, দফতার সম্পাদক আবুল কালাম আজাদ খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official