27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ প্রশাসন বরিশাল

মাদক সমাজে কাউকে বড় করেছে এমন নজির নেই: বরিশাল বিভাগীয় কমিশনার

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেছেন, মাদক সমাজে কাউকে বড় করেছে এমন নজির নেই। বরংছ মাদকদ্রব্যের কারণে অনেক সুন্দর-সুখের জীবন ধ্বংস হয়ে গেছে। আপনার চারপাশে তাকালে তা দেখতে পারেন। এমন করুণ পরিণতি আমরা কেউ প্রত্যাশা করি না। মাদকের পরিণতি দেখার পরও আমরা কেন গ্রহণ করে নিজেকে, সমাজকে ও দেশকে ধ্বংস করছি?

‘সু-স্বাস্থ্যেই সুবিচার-মাদক মুক্তির অঙ্গীকার’-এই শ্লোগানকে ধারণ করে বরিশালে পালিত হওয়া আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবসের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

রাম চন্দ্র দাস আরও বলেন, সরকার জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ঘোষণার বাইরে আমরাও না। সুতরাং সবাইকে এখনি সাবধান হতে হবে। অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে হবে।

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নগরীতে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, মানববন্ধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইকেল র‌্যালি এবং মাদক বিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৬) জুন সকাল ৯ টায় নগরীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এরপর অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় প্রধান ও অতিরিক্ত পরিচালক এএম হাফিজুর রহমান, মুক্তিযুদ্ধা বীর-প্রতিক মহিউদ্দিন মানিক ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।

পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস মাদক বিরোধী দিবস উপলক্ষে নগরীতে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাদক বিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official