স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান গতকাল রাতে ঈদের বাজার পরিদর্শনে আসেন।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লঞ্চঘাট এলাকা পরিদর্শনে বের হন তিনি।
পায়ে হেটে নগরীর লঞ্চ ঘাট, চকবাজার, ফলপট্টিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এবং উপ-কমিশনার খায়রুল আলমসহ অন্যান্যরা।
ঈদ বাজারের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন পুলিশ কমিশনার। ইভটিজিং রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।