বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ঝালকাঠিতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ধরাছোয়ার বাহিরে আসামি

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১২, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

ঝালকাঠিতে যৌতুকের জন্য সুমাইয়া খাতুন নামে এক নারীকে নির্যাতন করেছে তার স্বামী। সুমাইয়া খাতুন বলেন, বিয়ের পর থেকে তার স্বামী তাকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন ও অত্যাচার করে আসছে। সর্বশেষ সুমাইয়া বেগম তার বাবার বাড়িতে অবস্থানকালে বিবাদী তার বাবার কাছ থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে। সুমাইয়া বেগম যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং খাবার বন্ধ করে অনাহারে ও অর্ধাহারে রাখতে থাকে। ৫ আগস্ট ২০২২ বিবাদী সুমাইয়া বেগমের বাড়িতে আসে এবং যৌতুকের টাকা দাবি করে। ঐদিন বিকালে বিবাদী সাকিল কে নিয়ে এক বৈঠকে যৌতুকের টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করায় এবং সংসার করার কথা বললে আসামি সুমাইয়া বেগমকে নিয়ে আর সংসার করবে না এবং যৌতুক নিয়ে অন্যত্র বিবাহ করবে বলে হুমকি দেয়। বর্তমানে সুমাইয়া বেগম তার বাবার বাড়িতে পুত্র সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২৪/২০২২ মোকাদ্দমা দায়ের করলে বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সংবাদ প্রকাশ করা পর্যন্ত আসামী সাকিল আহমেদ ইয়ামীন গ্রেফতার হয়নি।দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন বাদী সুমাইয়া খাতুন।

সর্বশেষ - বরিশাল