গত সাত বছরের ভেতর এই প্রথম শীর্ষ ধনীদের তালিকায় তিন নম্বরে নেমে গেলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ব্লুমবার্গ বিলিওয়নারস ইনডেক্স এবং ফোর্বসের তথ্য অনুযায়ী, এখন দুই নম্বরে আছেন ফ্রান্সের বার্নার্ড আনারল্ট।
বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের মালিক আনারল্ট নিজের সম্পদমূল্যকে ১০৪.১৫ বিলিয়ন ডলারে নিয়ে গেছেন। গেটসের থেকে তিনি এক বিলিয়ন মিলিয়ন ডলারের বেশি ব্যবধানে পিছিয়ে।
আনারল্ট ২০১৯ সালে যোগ করেছেন ৩৯ বিলিয়ন ডলার। পৃথিবীর শীর্ষ ৫০০ ধনীর ভেতর আর কেউ চলতি বছরে এত অর্থ উপার্জন করতে পারেননি।
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় অনুযায়ী, পৃথিবীর শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা মার্কিন ব্যবসায়ী জেফ বোজোস। তার সম্পদমূল্য ১৬৪.৭৭ বিলিয়ন ডলার।
চার নম্বরে আছেন আরেক নামকরা মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট। পাঁচ নম্বরে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনিও মার্কিন নাগরিক।
শীর্ষ ১০ ধনী:
১. জেফ বেজোস (১৬৪.৭৭ বিলিয়ন ডলার),
২. বার্নার্ড আনারল্ট (১০৪.১৫ বিলিয়ন)
৩. বিল গেটস (১০৩.৭২ বিলিয়ন)
৪. ওয়ারেন বাফেট (৮৩.৯ বিলিয়ন)
৫. মার্ক জাকারবার্গ (৭৫.৬২ বিলিয়ন)
৬. ল্যারি এলিসন (৭০.৭ বিলিয়ন)
৭. অ্যামেচিও ওর্তেগা (৬৯.৫৮ বিলিয়ন)
৮. কার্লোস স্লিম (৬০.৯ বিলিয়ন)
৯. ফ্রানসোয়াস বেটেনকোর্ট (৫৫.৮ বিলিয়ন)
১০. মাইকেল ব্লুমবার্গ (৫৪.৬ বিলিয়ন)