শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

উজিরপুরে শিক্ষিকার কাছে চাঁদা দাবিতে এক যুবক গ্রেফতার

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২৫, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

বরিশালের উজিরপুরে এক প্রধান শিক্ষিকার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে মেহেদী হাসান বাবুল (৩২) নাম এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ১৩৮ নম্বর দক্ষিণ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা রানী সমাদ্দারের (৫২) কাছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। এ বিষয়ের প্রতিবাদ করায় মাদকসেবী মেহেদী হুমকি দিয়া বলেন যে চাঁদার টাকা না দিলে বিদ্যালয় বন্ধ করে দিবেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেদী ওই বিদ্যালয়ের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করেন এবং বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত রুটিন মেইনটেন্যান্সে চল্লিশ হাজার টাকা, বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের কাছে তাদের মাসিক বেতনের এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে প্রধান শিক্ষিকা অফিস কক্ষে থাকা বিশ হাজার টাকা মেহেদীকে দেন। এরপরও মেহেদী আরো টাকার দাবি করলে প্রধান শিক্ষিকা ডাক-চিৎকার শুরু করেন এবং বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয়রা এসে চাঁদাবাজ মেহেদীকে আটক করে পুলিশে খবর দেয়।

উজিরপুর মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি জানান, চাঁদা দাবি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালন চালান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ