রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আনসাররা

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২৫, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার বিকালে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।

এদিকে রোববারের এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা।

উল্লেখ্য, রোববার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। বিকালে ওই বৈঠক শেষে আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - জাতীয়