27 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

জি-৭ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রনে ‘বিব্রত’ ট্রাম্প

ফ্রান্সের সৈকতের শহর বিয়ারিৎজ-এ চলছে উন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলন। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ‘বাণিজ্য যুদ্ধের’ মতো বিষয়গুলো। স্থান পেয়েছে আমাজনের অগ্নিকাণ্ড ও ইরানের পরমাণু চুক্তি টিকিয়ে রাখার বিষয়টিও।

আলজাজিরা জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে রবিবার হঠাৎ জি-৭ সম্মেলনে হাজির হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

তিনি সেখানে তাৎক্ষণিক ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে দ্রিয়ানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেন। এছাড়া ম্যাক্রোঁর সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এই বৈঠক শেষ হতেই তাৎক্ষণিক বিয়ারিৎজ থেকে প্রত্যাবর্তন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জি-৭ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেননি জারিফ।

ম্যাক্রোঁর দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই আলোচনা ছিল ‘ইতিবাচক’।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে জি-৭ সম্মেলনের শুরু থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সম্মেলনের প্রাক্কালে শুক্রবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ।

এদিকে হঠাৎ করেই জি-৭ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিব্রতকর। জারিফের সেখানে উপস্থিত হওয়ার বিষয়টি ট্রাম্পকে অবহিত করা হয়নি বলে দাবি করেছে হোয়াইট হাউস।

তবে ফ্রান্সের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘একমত হয়েই’ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অবশ্য এই ‘অনাহূত অতিথি’তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বিব্রত সেটা বোঝা যায়। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাকপটু ট্রাম্প বলেন, ‘কোনো মন্তব্য নয়।’

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official