স্টাফ রিপোর্টার// হাসিবুল ইসলাম:
চারদিন ধরে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা ভারী বৃষ্টিপাত হলে এসব অঞ্চলে ভূমিধসের শঙ্কা থাকে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ১৫ আগস্টের তথ্য কক্সবাজারে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয় এবং পার্শ্ববর্তী এলাকাগুলোয় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়। ১৬ আগস্টের তথ্যানুযায়ী, কক্সবাজারে ১৮১, কুতুবদিয়ায় ১০০, নোয়াখালীর মাইজদীকোর্টে ৯৬, সন্দ্বীপে ৭৫, সীতাকুণ্ডে ৬৪, চট্টগ্রামে ৩৯ ও ফেনীতে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়।; ১৭ আগস্টে সন্দ্বীপে ১৯৭, সীতাকুণ্ডে ১৯৬, চট্টগ্রামে ৪৯,ফেনীতে ৭৮, হাতিয়ায় ৮৫, কক্সবাজারে ৬১, কুতুবদিয়ায় ৬৭, মাইজদীকোর্টে ৬০; ১৮ আগস্টে সীতাকুণ্ডে ১৪২, সন্দ্বীপে ৯৮, চট্টগ্রামে ৫৮, হাতিয়ায় ৮৩, কক্সবাজারে ৬৭, কুতুবদিয়ায় ৫২, টেকনাফে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ দিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বর্ধিতাংশ রাজস্থান, হরিয়্যানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গেপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান।
এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।