30 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ভোলার বোরহানউদ্দিনে বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ও আজ সোমবার সকালে দুজনকে গ্রেপ্তারের করার কথা জানিয়েছে পুলিশ।

নিহত ওই ব্যক্তির নাম—মোশারেফ হোসেন সিকদার (৪৫)। তিনি মোশারেফ হোসেন বোরহানউদ্দিন পৌর বাজারের ফল ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াসউদ্দিন (৩০) ও কামাল পাটওয়ারি (৩৮)।

নিহত মোশারেফ হোসেনের ছেলে শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘১ বছর আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে তার বন্ধু সুমন (২২) ও তার সহযোগীদের ঝগড়া হয়। সুমন আমাদের প্রতিবেশী বশির পাটোয়ারির ছেলে। একপর্যায়ে সুমনসহ তাঁর বন্ধুরা আমার ভাই শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।

তিনি আরও বলেন, গত শুক্রবার বিকেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে একা পেয়ে শান্ত তাঁকে চড়-থাপ্পড় মাড়ে। দুজনের মধ্য হাতাহাতির ঘটনা ঘটনাটি শুনে আমার বাবা চান মিয়া ও শান্তর ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আগের পুষে রাখা ক্ষোভে সুমন, শাহিন, কামাল ও তাদের সহযোগীরা আমার বাবাকে (মোশারেফ হোসেন) পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, মোশারেফ নামে এক বাজার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official