31 C
Dhaka
মার্চ ২৮, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

ভোলায় দুই বাসের সংঘর্ষে চালকসহ আহত ১৫

ভোলা প্রতিনিধি//মো: নিশাত ::

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই বাসের সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাটের উত্তর পাশে সাহাবুদ্দিন হাওলাদার বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে ভোলা থেকে বাস মালিক সমিতির একটি বাস চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায় এবং চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে সাবিয়া এন্টার প্রাইজ নামে একটি লোকাল বাস। বাস দুটি বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই গাড়ির ড্রাইভারদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক মোহাইমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই বাসের ড্রাইভারের অবস্থা গুরুতর।’

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

banglarmukh official

বরিশালের মেঘনায় অভিযানে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

banglarmukh official

পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

banglarmukh official

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুলতান হোসেন খান

banglarmukh official

ববির নতুন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

banglarmukh official

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

banglarmukh official