16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নাটোরের লালপুরে শ্যালিকা (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলাম জারেদকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন বিচারক।

সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম জারেদ লালপুর উপজেলার আব্দুলপুর পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ বেলা ১০টার দিকে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় পর দিন ভিকটিমের বাবা কুষ্টিয়ার মীরপুর উপজেলায় জাহেদুল ইসলাম জারেদের আত্মীয়র বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলাম জারেদকে নিয়ে থানায় গিয়ে নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনিছুর রহমান জানান, মামলাটি সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জাহেদুল ইসলাম জারেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।