বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

দুইদিনের বৃষ্টিতে বরিশালে জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
banglarmukh official
অক্টোবর ৪, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

বরিশালে গত দুই দিন ধরে থেমে থেমে বৃ‌ষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত। এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বেশ কয়েক‌টি সড়ক ও এলাকায়। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরেও। বরিশাল আবহাওয়া অফিস বলছে গত দুইদিনে চল‌তি বছরে সর্বোচ্চ বৃ‌ষ্টিপাত হয়েছে বরিশালে।

আব্দুল হাইয়ান নামে এক ব্যাংকার বলেন, গত দুইদিন ধরে থেমে থেমে আবার কখনো একটানা বৃ‌ষ্টি‌ হচ্ছে। এতে অসহনীয় ভোগা‌ন্তি‌তে প‌ড়তে হচ্ছে। অফিসে যেতে হবে বলেই বাসা থেকে বের হয়েছি। তা না হলে বের হওয়ার ইচ্ছা ছিল না।

নগরীর বাংলা বাজার হাউজ রোড এলাকার বাসিন্দা রানা জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের।

রিকশাচালক ইসমাইল ফরাজি বলেন, দুইদিনের বৃষ্টিতে ঠিকমত রিকশা চালাতে পারিনি। এতে না খেয়েই দিন পার করতে হচ্ছে। নগরীর বিভিন্ন রোডে পানি জমে গেছে, এতে রিকশা চালাতে পারছি না।

এদিকে বৃষ্টির কারনে ভোগান্তিতে পরেছেন নগরীর নিন্ম আয়ের মানুষেরা। নগরীর বিভিন্ন কলোনীতে বৃষ্টির কারনে চুলোয় আগুন ধরাতেও পারেনি অনেকে।

সর্বশেষ - আন্তর্জাতিক