মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

একদফা দাবিতে বরিশালে নার্সদের কর্মবিরতি

প্রতিবেদক
banglarmukh official
অক্টোবর ১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

একদফা দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর বলেন, আমাদের একদফা দাবি হলো- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মো. শাহা আলম বলেন, আমরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা শোষণ করে কর্মবিরতি পালন করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ