মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
banglarmukh official
অক্টোবর ১৭, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আরিফ জমাদ্দার (৩৮) নামে একজন দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় থানা পুলিশ। এর আগে সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরডাইয়া গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মেহেন্দিগঞ্জ থানার এসআই মো. আরিফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় অপর পক্ষের এক দোকানীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১ টা পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিহত আরিফ জমাদ্দার চরডাইয়া গ্রামের মৃত জলিল জমাদ্দারের ছেলে। তিনি একজন মুদি দোকানি ছিলেন।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে আরিফ জমাদ্দারকে হত্যা করা হয়েছে।

নিহত আরিফের ভাই জসিম জমাদ্দার জানান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে স্থানীয় এমপির অনুসারী ও পৌর মেয়রের অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। তিনিসহ তার পরিবার স্থানীয় এমপি পংকজ দেবনাথ-এর অনুসারী। তাই তাদের উপর উপজেলা সভাপতি ও পৌর মেয়র কামালউদ্দিন খান ক্ষিপ্ত। এরই সূত্র ধরে পৌর মেয়রের অনুসারী ইউপি চেয়ারম্যান বাপ্পির নির্দেশে ১০/১২ জন লাঠিসোটা নিয়ে আরিফের দোকানে হামলা করে। হামলাকারীরা দোকানে প্রবেশ করে আরিফকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - বরিশাল