বরিশালে ফিতা কাটার মধ্যদিয়ে শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূর্গা পূজার শুভ উদ্বোধন করলেন বিসিসি ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্না।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে বরিশাল শহরের ২১ নং ওয়ার্ডস্থ অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা ঘোষ বাড়ীর দূর্গা পূজা মন্ডপের ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক্ষ মোঃ হানিফ, বিশু ঘোষসহ এ্রলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্না বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার যুব সমাজ আমাকে দির্ঘদিন যাবত পূজা উদযাপনের জন্য বলছিলো। তাই আমি সকলকে নিয়ে পূজার মন্ডপ প্রতিষ্ঠা করেছি। ধর্ম যার যার উৎসব সবার।
স্থানীরা জানায়, সকল মিলে পূজার মন্ডপ প্রতিষ্ঠার চেষ্টা করছিলাম। কিন্তু পারছিলাম না। পরে কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নার সহযোগীতা ও অর্থায়নে মন্ডপটি প্রতিষ্ঠা করা হয়।
এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নাকে সাধুবাদ জানিয়েছেন।