28.8 C
Dhaka
মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ ধর্ম বরিশাল

বিজয়া দশমী আজ,বরিশাল সহ সারাদেশের পূজা মন্ডপে বিদায়ের সুর

স্টাফ রিপোর্টার//স্বর্না বিস্বাস:

শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, শুভ বিজয়া দশমী। আজ বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে আজ মঙ্গলবার।

শ্রী শ্রী শংকর মঠ মণ্ডপ থেকে ক্যামেরায় স্বর্না বিস্বাস

 

নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে গতকাল সোমবার সারা দেশে মহানবমী উদ্‌যাপিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। দুর্গতিনাশিনী দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মনোজগতের আসুরিক প্রবৃত্তি, সমাজ ও রাষ্ট্রের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি জাগরণে প্রার্থনা জানানো হয়।

শ্রী শ্রী শংকর মঠ মণ্ডপ থেকে ক্যামেরায় স্বর্না বিস্বাস

 

শ্রী শ্রী শংকর মঠ মণ্ডপ এর কমিটি জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে শ্রী শ্রী শংকর মঠ মণ্ডপ এ মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে কলাবাগান মণ্ডপে নিয়মিত পূজার ভেতর দিয়ে শুরু হয় প্রতিদিনকার আয়োজন। এরপর চলে প্রসাদ বিতরণপর্ব। রামকৃষ্ণ মঠ ও মিশনে পূজা শুরু হয় সকাল সাড়ে ছয়টায়।

শ্রী শ্রী শংকর মঠ মণ্ডপ থেকে ক্যামেরায় স্বর্না বিস্বাস

 

বাংলার মুখ ২৪ ডট কম এর প্রতিবেদক মণ্ডপ ঘুরে দেখতে পান, মহানবমী উপলক্ষে মন্দির-মণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। বরিশালের মণ্ডপগুলোতে প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। তাঁদের পরনে ছিল নতুন পোশাক। অন্য ধর্মের লোকজনের উপস্থিতিও দেখা গেছে। দেবীর আশীর্বাদ কামনা করে কায়মনে চলে প্রার্থনা। দেবীর সঙ্গে সেলফি তোলাও চলে সমানতালে। মণ্ডপ ছেড়ে যাওয়ার আগে ভক্তদের কেউ কেউ প্রণামীও দেন।

রামকৃষ্ণ মিশন মণ্ডপ থেকে ক্যামেরায় স্বর্না বিস্বাস

 

ঢাকের বাদ্য, শঙ্খ ও কাঁসরের ধ্বনিতে মুখরিত ছিল মণ্ডপ।ছোট বোন স্মৃতি পালকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপে এসেছেন কলেজছাত্রী মৌমিতা পাল। প্রতিমার গড়ন, আকর্ষণীয় বেশভূষা, আলোকসজ্জার পাশাপাশি মণ্ডপের প্রবেশফটক দেখে মুগ্ধ মৌমিতা। মণ্ডপের প্রবেশফটক দেখিয়ে তিনি বলেন, ‘কী সুন্দর! ঠিক গুহার মতো।’ এ মণ্ডপটি ভারতের মহারাষ্ট্রের ইলোরা গুহামন্দিরের আদলে গড়া হয়েছে।

রামকৃষ্ণ মিশন মণ্ডপ থেকে ক্যামেরায় স্বর্না বিস্বাস

 

 

এই উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের হেঁশেলে রান্নার পদে পরিবর্তন আসে। সাধারণত দুর্গাপূজার দিনগুলোতে একেক দিন একেক খাবারের আয়োজন করা হয়। খাবারের তালিকায় কেউ আমিষ রাখেন, কেউ আবার নিরামিষ। রাতের খাবারে থাকে বন্ধুবান্ধবের সরব উপস্থিতি।

রামকৃষ্ণ মিশন মণ্ডপ থেকে ক্যামেরায় স্বর্না বিস্বাস

 

 

ছেলে অসীম বিশ্বাস আগামী বছর এইচএসসি পরীক্ষা দেবেন। তাঁর মঙ্গল কামনা করে পূজামণ্ডপে এসেছেন মা চন্দ্রিমা বিশ্বাস। ভক্তদের দীর্ঘ লাইনের তিনি বেশ পেছনের দিকেই ছিলেন। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘ছোট মেয়ের এসএসসি পরীক্ষার আগে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম। মেয়ে ভালো ফল করেছে। এবার এসেছি ছেলের জন্য।’

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official