অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।সেইসঙ্গে বুয়েটে সব ধরনের রাজনীতি (ছাত্র-শিক্ষক) নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনি। এছাড়া বুয়েট র্যাগিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন ভিসি।
এ হত্যাকাণ্ড নিয়ে শিক্ষার্থীদের দশ দফা দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে বুয়েটের অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন ভিসি। এর আগে বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুরু হয়।
বৈঠকে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, এখন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।এসময় আবরার হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেন ভিসি।
এছাড়া আবরারের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যা মামলার সকল ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।
বৈঠকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ইয়াজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাসুদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে আবরার ফাহাদ স্মরণে এক নীরবতা পালন করা হয়।
বৈঠকের শুরুতেই উপাচার্য এ বহিষ্কারের খবর জানান। এ মামলায় এজাহারভুক্ত আসামি ১৯ জন।
আবরারের খুনিদের ফাঁসিসহ শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে বুয়েটের ১৫, ১৬, ১৭ ও ১৮ ব্যাচের সঙ্গে এ আলোচনা অনুষ্ঠিত হয়।