ভূমি মন্ত্রণালয় ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে আজ সকালে নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভূমি সেবা ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির, বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব, জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের ভ‚মি কর্মকর্তাবৃন্দ।

















