সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে ২৪ ঘণ্টায় ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে,

প্রতিবেদক
banglarmukh official
নভেম্বর ২৭, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোহিনুর বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃত কোহিনুর পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৯০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৭৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫০ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে নয় জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৬ জন, পটুয়াখালীতে ১৬ জন, পিরোজপুরে ২৯ জন, ভোলায় দুজন, বরগুনায় ১২ জন ও ঝালকাঠিতে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সর্বশেষ - প্রচ্ছদ