রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে ছাত্রদল নেতা সবুজ গ্রেফতার

প্রতিবেদক
banglarmukh official
নভেম্বর ১৯, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

রাষ্ট্রবিরোধী মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৯ নভেম্বর) সকালে র‌্যাব-৮ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন কর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী স্লোগান দিয়ে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এসময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় ও গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী মামলা করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে হওয়া মামলায় গ্রেফতার সবুজ আকনকে জেলহাজতে পাঠানো হবে।

সর্বশেষ - অপরাধ