25 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক জাতীয়

’কনসার্ট ফর বাংলাদেশ’ জর্জ হ্যারিসনকে মনে আছে কি?

নিরবে কেটো গেলো, গত ২৯ নভেম্বর। জর্জ হ্যারিসনের ১৫তম মৃত্যুবার্ষিকী,১৯৭১ সালের আগস্ট মাস। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছে। একই সাথে চলছে পাকবাহিনীর গণহত্যা। পাশের দেশ ভারতে তখন বাংলাদেশী শরণার্থীর সংখ্যা প্রায় ১ কোটি। আর হাজার মাইল দূরে নিউইয়র্কে চলছে অন্যরকম এক যুদ্ধের প্রস্তুতি।

যে যুদ্ধের নাম “কনসার্ট ফর বাংলাদেশ। পপ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পন্ডিত রবি শংকরের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের পহেলা আগস্টে এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। এই কনসার্ট হতে সংগৃহীত ২,৫০,০০০ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেয়া হয়েছিল।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমে বিশ্ববাসী আরও ভালোভাবে জেনেছিল, সভ্যতার ভয়াবহ গণহত্যা ও ধ্বংসের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য লড়ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। সেই থেকে বাংলাদেশের জনগণের কাছের মানুষ জর্জ হ্যারিসন।

একাত্তরে বাংলাদেশে গণহত্যা, ধ্বংস আর হানাহানি বিপর্যস্ত করে তুলেছিল পণ্ডিত রবিশংকরকে। তিনি চাচ্ছিলেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে। তিনি তাঁর মনের কথা শেয়ার করেন সাবেক বিটলস মেম্বার জর্জ হ্যারিসনের সাথে। রবিশংকর জানান, তিনি বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহে একটি কনসার্ট করতে চান। এ উদ্যোগে তিনি জর্জকে পাশে চান। জর্জেরও মনে হলো, এ কাজে তাঁর নিযুক্ত হওয়া উচিত। তার ডাকে অনেকে সাড়া দেবে, একাত্তরের উত্তাল দিনগুলোর মাঝামাঝি সময়ে ওই কনসার্ট আয়োজন সময়োপযোগী ছিল।

জর্জ তখন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, রিঙ্গো স্টার, লিওন রাসেল, ওস্তাদ আলী আকবর, ওস্তাদ আল্লা রাখা ও রবিশংকরকে নিয়ে কনসার্ট আয়োজন করে। ওই কনসার্ট দিয়েই বাংলাদেশের সঙ্গে জর্জের বন্ধন শুরু।’ জর্জ হ্যারিসন যখন দ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন, তখন বিটলসের সহশিল্পীদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। তারপরেও তিনি সহশিল্পী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে কনসার্টে অংশ নেওয়ার অনুরোধ জানান। বিটলসের ড্রামার রিঙ্গো স্টার রাজি হয়েছিলেন এক কথায়। বিল প্রেস্টন, লিওন রাসেলও প্রথমবারেই রাজি হয়েছিলেন।

বব ডিলান ও এরিক ক্ল্যাপটনও প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিলেন। কিছুটা অনিশ্চয়তার পর দুজনই অংশ নিয়েছিলেন। জর্জ হ্যারিসন অনুষ্ঠানে হাজার হাজার শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে শুরুতেই বলেন, ‘ভারতীয় সংগীত আমাদের চেয়ে অনেক গভীর।’ তারপর পণ্ডিত রবিশংকর ও ওস্তাদ আলী আকবর খান এবং সহশিল্পীদের পরিচয় করিয়ে দেন। তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী। দ্য কনসার্ট ফর বাংলাদেশ-এর বড় আকর্ষণ ছিলেন বব ডিলান ও জর্জ হ্যারিসন। অসাধারণ গিটার বাজিয়েছিলেন এরিক ক্ল্যাপটন। জর্জ হ্যারিসন আটটি গান গেয়েছিলেন। এর একটি ছিল বব ডিলানের সঙ্গে। বব ডিলান গেয়েছিলেন পাঁচটি গান।

রিঙ্গো স্টার ও বিলি প্রেস্টন একটি করে গান করেছিলেন। লিওন রাসেল একটি একক এবং ডন প্রেস্টনের সঙ্গে একটি গান করেছিলেন। অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল জর্জ হ্যারিসনের সেই অবিস্মরণীয় গান ‘বাংলাদেশ বাংলাদেশ’। প্রথমে পরিকল্পনা ছিল, একটি কনসার্ট হবে।

কিন্তু সেদিন এত বিপুল সাড়া জাগিয়েছিল কনসার্টটি যে পরে অনুষ্ঠানসূচি ঠিক রেখে, একই দিনে আরও একটি অনুষ্ঠান করতে হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ-এর। জর্জ, ১৯৭১ সালে আপনি আমাদের জন্য যা করেছেন আমরা তা ভুলবো না কোনদিন। আপনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা ও ভালোবাসা সবসময়ই আপনার সাথে আছে।শেষ করি শ্মশ্রুমণ্ডিত হাস্যোজ্বল জর্জ হ্যারিসনের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে তাঁর দৃপ্ত কন্ঠে গাওয়া বাংলাদেশ গানটি দিয়ে।

Bangladesh, Bangladesh Where so many people are dying fast And it sure looks like a mess I’ve never seen such distress Now won’t you lend your hand and understand? Relieve the people of Bangladesh.

সম্পাদনা:- মুহাঃপলাশ চৌধুরী

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official