প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত নতুন ঘর পেলেন সুনামগঞ্জ সদর উপজেলায় হতদরিদ্র গৃহহীন ৪০ পরিবার। গতকাল শুক্রবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুচ্ছগ্রাম-২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের আওতায় পুরাতন লক্ষণশ্রী গুচ্ছগ্রাম-২ এর ৪০টি পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াছমিন নাহার রুমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পরিবারগুলোর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রদীপ সিংহ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, গৌরারং ইউপি চেয়ারম্যান জনাব ফুল মিয়া। অনুষ্ঠান শেষে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র ও দেয়াল ঘড়িও প্রদান করা হয়।