Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে গোডাউন থেকে লুট করা মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় পারটেক্স স্টার গ্রুপের ডেনিস কনডেন্স মিল্কের গোডাউনে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গত বুধবার রাতে লুণ্ঠিত মালামাল বিক্রির সময় পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুরের ভান্ডারিয়ার হরিনপালা গ্রামের মজিবর রহমানের ছেলে একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি বাবুল, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বেতবুনিয়া গ্রামের সেকান্দার শেখের ছেলে আলমগীর হোসেন শেখ এবং একই উপজেলার ডউয়াতলা গ্রামের ইসরাত আলীর ছেলে আশিক।

কোতোয়ালি মডেল থানার এসআই ফিরোজ আল-মামুন জানান, গত ২৮ নভেম্বর নগরীর রূপাতলী ডেনিস কনডেন্স মিল্কের গোডাউনে ডাকাতি হয়। দুর্বৃত্তরা নৈশ প্রহরীদের বেঁধে ওই গোডাউন থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য লুট করে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক মো.বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

বরিশালে ডেনিস কনডেন্স মিল্কের গোডাউন থেকে লুট করা বিপুল পরিমাণ কনডেন্স মিল্ক মঠবাড়িয়ার তুষখালী বাজারে বিক্রি করার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে ৮ কার্টুন কনডেন্স মিল্কসহ গ্রেফতার করে। ডাকাতির মূল হোতা আনোয়ারসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এসআই আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official